Thank you for trying Sticky AMP!!

কুমিল্লার কোভিড হাসপাতালে ৪ জনের মৃত্যু

প্রতীকী ছবি

করোনাভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লার কোভিড হাসপাতালে চারজন মারা গেছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। হাসপাতালের সহকারী সার্জন মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তিদের মধ্যে আজ ভোররাত ৪টা ৪০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬৯ বছরের এক পুরুষ করোনা ওয়ার্ডে মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে নাঙ্গলকোট উপজেলার ৬০ বছরের এক নারী আইসোলেশন ওয়ার্ডে এবং সকাল ১০টা ৪০ মিনিটে চান্দিনা উপজেলার ৪৮ বছরের এক পুরুষ মারা গেছেন। গতকাল বিকেল ৫টা ৪০ মিনিটে লাকসাম উপজেলার ৪৯ বছরের এক নারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন।


বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১৩৫ জন। এর মধ্যে পুরুষ ৮১ জন ও নারী ৫৪ জন। আজ সকাল পর্যন্ত ৬৫ দিনে মারা গেছেন ৩১২ জন।


হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান বলেন, ঈদের পর করোনা উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়েছে। কোভিড হাসপাতালে রোস্টার অনুযায়ী চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছেন।