
নওগাঁর মান্দায় পুকুরে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুশুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো কির্তলী গ্রামের রাব্বি জোয়ার্দ্দারের ছেলে রিয়াদ হোসেন (৩) ও মাছুম মণ্ডলের ছেলে মেহেদী হাসান (৩)। তারা প্রতিবেশী।
শিশুদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। বেলা ১১টা থেকে পরিবারের লোকজন তাদের খুঁজে পাচ্ছিলেন না। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশী আবদুর রহমানের পুকুরে শিশু দুটির জুতা ভাসতে দেখেন এলাকাবাসী। পরে ওই পুকুরে খোঁজাখুঁজি করে বেলা দুইটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রিয়াদ হোসেনের চাচা বেলাল জোয়ার্দ্দার বলেন, বেলা ১১টা থেকে তাঁর ভাতিজা রিয়াদ ও প্রতিবেশী মাছুমের ছেলে মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের এক ব্যক্তি এসে তাঁকে (বেলাল) বলেন, পুকুরে দুই জোড়া জুতা ভাসছে। সেখানে খোঁজাখুঁজির পর দুজনের লাশ উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুরর রহমান বলেন, সন্দেহজনক কিছু না থাকায় শিশু দুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।