গাছের সঙ্গে বাসের ধাক্কায় চালক নিহত

গাছের সঙ্গে বাসের ধাক্কায় বাসটি উল্টে গেছে।সোমবার দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলার দাঁতপুর এলাকায়।
 ছবি: প্রথম আলো

যশোরের বাঘারপাড়া উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় বাসচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত চার বাসযাত্রী। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাঁতপুর এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসচালকের নাম রুস্তম মোল্যা (৫২)। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বহরামপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন সাইফুর রহমান (৪৫), রুহুল আমিন (৪২), আবু বক্কর (৪০) ও মো. জামাল (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এসএ ট্রাভেলসের যাত্রীবাহী বাস যশোর থেকে যশোর-নড়াইল মহাসড়ক দিয়ে নড়াইলে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি বাঘারপাড়া উপজেলার দাঁতপুর এলাকায় পৌঁছায়। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারান। ফলে মহাসড়কের পাশের একটি মেহগনিগাছের সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে বাসচালক রুস্তম মোল্যাসহ কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় রুস্তম মোল্যাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে বেলা পৌনে একটার দিকে তিনি মারা যান।

বাসচালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতীশ বিকাশ দত্ত বলেন, দুর্ঘটনায় আহত চার যাত্রী বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।