
বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরনদীর বড়বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টায় খুলনাগামী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত মো. নুরুল ইসলাম মোল্লা (৫৭) গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের ব্যবসায়ী ও একটি মাদ্রাসার পরিচালক ছিলেন।
ব্যবসায়ীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করলে আগৈলঝাড়া থানার পুলিশ ধাওয়া করে ট্রাকসহ চালক ও তাঁর সহকারীকে আটক করে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের ব্যবসায়ী ও পশ্চিম শাওড়া নুরানী মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে খুলনাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
একপর্যায়ে নুরুল ইসলাম ঠাকুরবাড়ি এলাকায় ট্রাকটির সামনে মোটরসাইকেল নিয়ে চালককে থামার সংকেত দেন। তবে চালক জামাল হোসেন (৩৫) নুরুল ইসলামকে চাপা দিয়ে চলে যান। ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় ট্রাকটি পালানোর চেষ্টা করলে আগৈলঝাড়া থানার পুলিশ চেকপোস্ট বসিয়ে এটিকে আটক করে। ট্রাকের চালক জামাল ও তাঁর সহকারী মেহেদী হাসানকে (৩০) আটক করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আগৈলঝাড়ায় চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।