Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম সিটিতে ভোট ২৭ জানুয়ারি

চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। গত ২৯ মার্চ এই ভোট হওয়ার কথা ছিল। করোনা সংক্রমণের কারণে শেষ সময়ে ভোট স্থগিত করা হয়েছিল।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটের নতুন তারিখ ঘোষণা করেন। তিনি জানান, যেসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হয়েছে, সেখানে নতুন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সংরক্ষিত ওয়ার্ড ৬, সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭ ও ৪০ নম্বর ওয়ার্ডে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ৭ জানুয়ারি পর্যন্ত। যাঁরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।