
ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামের মাঠ থেকে একটি গরু চুরি করেন বেলাল হোসেন (২৮) নামের এক যুবক। এরপর গরুটি পরশুরাম বাজারে বিক্রি করার জন্য নিলে এক ব্যবসায়ীর কাছে ধরা পড়ে যান তিনি।
গতকাল শুক্রবার বিকেলের এ ঘটনায় আজ শনিবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বেলাল হোসেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের মনিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
গরুর মালিক মীর হোসেন ভূঁঞা দাবি করেন, তাঁর গরুটির বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।
পুলিশ ও আদালতে সূত্র জানা গেছে, গতকাল বিকেলে জগতপুরের একটি মাঠ থেকে ওই গ্রামের মীর হোসেন ভূঁঞা নামের এক ব্যক্তির একটি গরু চুরি হয়। নানাভাবে খোঁজাখুঁজি করেও গরুটি না পেয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ফুলগাজী থানা–পুলিশকে অবহিত করেন। এদিকে চোর মাঠ থেকে গরুটি বিক্রির জন্য সরাসরি পরশুরাম বাজারে নিয়ে যান। সেখানে এক গরু ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি বেলালকে নানা প্রশ্ন করেন। একপর্যায়ে বেলাল গরু চুরির বিষয়টি স্বীকার করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই চুরি যাওয়া গরুটি পরশুরাম বাজার থেকে উদ্ধার করে এবং বেলালকে আটক করে।
ওসি আরও বলেন, গতকাল রাতেই গরুর মালিক মামলা করেছেন। ওই মামলায় বেলাল হোসেনকে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয় আদালত) ফারহানা লোকমান তাঁর স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। এরপর তাঁকে কারাগারে পাঠান আদালত।