Thank you for trying Sticky AMP!!

টাইম বোমা নয়, খেলনা

নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে বুধবার সন্ধ্যায় উদ্ধার করা বোমাসদৃশ বস্তু। ছবি: প্রথম আলো

নাটোর শহরের বড়গাছা এলাকা থেকে গতকাল বুধবার সন্ধ্যায় উদ্ধার করা বস্তুটি বোমা নয়। আজ বৃহস্পতিবার সকালে পুলিশের একটি বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করে দেখে, এটা বোমা নয়। এটা টাইম বোমাসদৃশ বস্তু, খেলনা।

নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ৯৯৯ নম্বর থেকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বড়গাছা এলাকার খালেকুজ্জামানের বাড়ির ফটকের সামনে একটি ‘টাইম বোমা’ পড়ে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন সেখানে গিয়ে একটি ডিজিটাল ঘড়ি লাল আঠালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। পরে এটি বিশেষ ব্যবস্থায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়। আজ সকালে পুলিশের একটি বিশেষজ্ঞ দল এটি পরীক্ষা করে দেখেন, এটা বোমা নয়। এটা টাইম বোমাসদৃশ বস্তু।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ বোমাসদৃশ বস্তুটি ফেলে রেখেছিল। ৯৯৯ নম্বরে ফোন দেওয়ায় পুলিশ সেটি উদ্ধার করে পরীক্ষা করে। এটা নকল বোমা। কে বা কারা এটি রেখেছিল তা তদন্ত করা হচ্ছে।