বঙ্গবন্ধু মহাসড়ক

টোল আদায়ে ধীরগতিতে ধলেশ্বরী সেতু প্লাজায়ও যানবাহনের চাপ

টোল আদায়ে ধীরগতির কারণে ধলেশ্বরী সেতু টোল প্লাজা এলাকায় যানবাহনের চাপ
 ছবি: প্রথম আলো

টোল আদায়ে ধীরগতির কারণে ঢাকা–ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের ধলেশ্বরী সেতু টোল প্লাজায়ও যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী সেতুর টোল প্লাজা থেকে আবদুল্লাহপুর এলাকা পর্যন্ত কয়েক কিলোমিটার দূর পর্যন্ত যানজট লেগে আছে।

এক্সপ্রেসওয়ে হিসেবে পরিচিত এই মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় (১ জুলাই) টোল আদায় শুরু হয়। ধলেশ্বরী সেতুর টোল প্লাজায় এই মহাসড়কে চলাচলের টোল আদায় করা হচ্ছে। টোল আদায়ে ধীরগতির কারণে মহাসড়কটির ফরিদপুর প্রান্তে ভাঙ্গার বগাইল টোল প্লাজা এলাকাতেও আজ শুক্রবার সকালে দুই কিলোমিটারের মতো এলাকাজুড়ে যানবাহনের সারি তৈরি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতুর অভিমুখে গাড়ি আসছে। এ ছাড়া ছুটির দিন থাকায় সেতু হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ বাড়ি যাচ্ছে। এতে মহাসড়কে প্রচণ্ড রকম যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে টোল আদায় শুরু হওয়ায় অনেক যানবাহনের চালকেরা টোল প্লাজায় দায়িত্বরত ব্যক্তিদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন। এতে প্রতিটি গাড়ি থেকে টোল আদায় করতে দু-তিন মিনিট সময় লাগছে। এসব কারণে ধলেশ্বরী সেতুর টোল প্লাজা থেকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর পর্যন্ত অন্তত কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন, আজ মহাসড়কে গাড়ির অনেক চাপ রয়েছে। মুহূর্তের মধ্যে ঢাকার পথ থেকে মাওয়ামুখী অসংখ্যা গাড়ি আসছে। মহাসড়কে টোল পরিশোধ করে যানবাহনগুলোকে যেতে হচ্ছে। তবে গাড়ি চলমান রয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায় করতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এবং ভাঙ্গায় টোল প্লাজার স্থাপন করা হয়েছে।

মুন্সিগঞ্জ সড়ক ও জনপথে নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা আজ শুক্রবার বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত যানবাহনের খুব চাপ ছিল। এখন তা নিয়ন্ত্রের মধ্যে চলে এসেছে। চাপ কমাতে ঢাকামুখী ছয়টি বুথ থেকে দুটি বুথকে সাময়িক ভাঙ্গামুখী যানবাহনের জন্য খুলে দেওয়া হয়। তখন আটটি বুথ দিয়ে টোল আদায় করা হয়। এতে যানবাহনের সংখ্যা দ্রুত কমতে থাকে।

চাপ নেই পদ্মা সেতু এলাকায়

ধলেশ্বরী সেতু এলাকায় যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক রয়েছে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। পদ্মা সেতুর টোল প্লাজায় আসা গাড়িগুলো মুহূর্তেই টোল পরিশোধ করে সেতুতে ওঠে দক্ষিণাঞ্চলের নিজ নিজ গন্তব্যে যেতে পারছে।

মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট জয়ন্ত পোদ্দার বলেন, পদ্মা সেতু এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখানে কোনো যানজট নেই। গাড়ি আসামাত্রই টোল দিয়ে সেতুতে উঠে যাচ্ছে।