Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে মাগুরার যুবকের মৃত্যু

এডিস মশা। ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজমুল মোল্লা (২৬) নামের মাগুরার এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া নাজমুল মাগুরা শহরতলির বরুনাতৈল গ্রামের রশিদ আলী মোল্লার ছেলে। তিনি পুরোনো মেশিনারি পার্টসের ব্যবসা করতেন।

নাজমুলের স্ত্রী রুকাইয়া বেগম জানান, গত শুক্রবার থেকে নাজমুলের জ্বর ছিল। শনিবার তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। তাঁকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তবে ক্রমেই তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসকেরা নাজমুলকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

নাজমুলের পরিবার জানায়, উন্নত চিকিৎসার জন্য নাজমুলকে প্রথমে ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকায় নেওয়ার পথে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে মানিকগঞ্জে একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত আটটার দিকে সেখানে তাঁর মৃত্যু হয়।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আবাসিক চিকিৎসক বিকাশ কুমার সিকদার জানান, তাঁদের হাসপাতালে ভর্তির পর নাজমুলের অবস্থা ভালোই ছিল। তবে সোমবার থেকে আকস্মিকভাবে তাঁর প্রেশার কমে যেতে থাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছিল।

নাজমুলের পরিবার জানায়, আজ বুধবার নাজমুলকে তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হবে।