
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বেসরকারি ক্লিনিকে ভুয়া চিকিৎসক দেখিয়ে পরীক্ষার নামে রোগীদের হয়রানি ও হেনস্তার অভিযোগে সাত দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজ রোববার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে দালালদের ধরে পুলিশকে খবর দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দালালদের আটক করে নিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কাছ থেকে জরিমানা আদায় ও মুচলেকা নেওয়া হয়।
মোহাম্মদ তৌহিদ আল হাসান প্রথম আলোকে বলেন, রোগীদের অভিযোগ ছিল, বিভিন্ন বেসরকারি হাসপাতালের দালালেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে সেবা নিতে আসা রোগীদের বিভিন্ন ধরনের হয়রানি ও হেনস্তা করছেন। এরই পরিপ্রেক্ষিতে আজ অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সাত দালালকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁদের থানায় নিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদুল হাসানের ফোন পেয়ে সাত দালালকে আটক করে হাজতে রাখেন। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের সামনে দালালদের হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, সাত দালালকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে রোগীদের হয়রানি করবেন না বলে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।