
ফেনীর দাগনভূঞায় জ্বর, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের (কোভিড-১৯) বিভিন্ন উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের (৭০) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নিয়েছিলেন তিনি।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবায়েত বিন করিম বলেন, জ্বর, কাশিসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা দুইটার দিকে তিনি মারা যান। করোনাভাইরাস পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনা নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে।