দেশে নতুন দল হয়েছে ‘ভুল ধরা পার্টি’: তথ্যমন্ত্রী

পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শনিবার দুপুরে পাবনা পুলিশ লাইনস মাঠে
ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশে এখন দুই ধরনের দল হয়েছে। একদল মানে আওয়ামী লীগ দেশের উন্নয়ন করছে, মানুষের পাশে থাকছে। আরেক দল ভুল ধরে যাচ্ছে। নতুন এই দল হচ্ছে ‘ভুল ধরা পার্টি’। বিএনপি-জামায়াতের মতো তারা রাত ১২টার পর টেলিভিশনে বসে সরকারের ভুল ধরে যাচ্ছে। তারা শুধু টেলিভিশনেই সক্রিয়, কেউ মাঠে নেই।

আজ শনিবার পাবনা পুলিশ লাইনস মাঠে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন। একই সঙ্গে তিনি ষড়যন্ত্র রুখতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

হাসান মাহমুদ বলেন, সারা বছর ঘরে থেকে নির্বাচন এলেই বিএনপি উঁকি দেয়। বিভিন্ন গুজব রটাতে থাকে। এসব গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন সামাজিক নিরাপত্তাবলয়ের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করেছি। দেশের মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। দেশে এখন আর কোনো কুঁড়েঘর নেই। বড় বড় দালান হয়েছে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, উন্নয়ন সইতে না পেরে, দেশের মানুষের পাশে না থেকে বিএনপি-জামায়াত এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। করোনার দুঃসময়ে তারা মানুষের পাশে থাকেনি। খালেদা জিয়ার শরীরের তাপমাত্রা নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে। এখন নির্বাচন ঘনিয়ে আসায় আবার উঁকি দিচ্ছে। সারা বছর ঘরে থেকে নির্বাচন এলেই বিএনপি উঁকি দেয়। বিভিন্ন গুজব রটাতে থাকে। এসব গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে কমিউনিটি ক্লিনিকের মতো ভাতা বন্ধ হবে, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর দখল হয়ে যাবে। দেশে বোমা ফুটবে, আবার শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই জন্ম নেবে।