Thank you for trying Sticky AMP!!

দোকান খুলে বেচাকেনা করছিলেন করোনা রোগী

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ফরিদপুরের বোয়ালমারী বাজারের এক ব্যবসায়ীর ১৪ জুলাই করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। করোনা ‘নেগেটিভ’ আসার আগেই আজ মঙ্গলবার তিনি বাজারে গিয়ে দোকান খুলে বেচাকেনা শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে জরিমানা করেছেন।

ওই ব্যক্তির বাড়ি বোয়ালমারী পৌরসভার স্টেশন সড়ক এলাকায়। বোয়ালমারী বাজারে তাঁর ঢেউটিনের দোকান রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই ব্যক্তির ১৪ জুলাই করোনা শনাক্ত হয়। এ ভাইরাস যাতে আরও ছড়াতে না পারে, সে জন্য তাঁর বাড়ি লকডাউন করা হয়। কিন্তু ওই ব্যক্তি স্বাস্থ্যবিধি না মেনে দোকান খুলে বেচাকেনা করছিলেন। আজ এ খবর পেয়ে দোকানে অভিযান চালিয়ে তাঁকে জরিমানা করা হয়।

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও ঝোটন চন্দ জানান, ওই ব্যবসায়ীকে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৭১ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।