
সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান মাড়াইয়ের যন্ত্র চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রশিদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এলাকার বাসিন্দারা বলেন, কৃষক আবদুর রশিদ ধান মাড়াইয়ের যন্ত্র চালু করার জন্য বিদ্যুতের সংযোগ দিতে বলেন স্ত্রীকে। স্ত্রী বিদ্যুতের লাইন চালু করে দিয়ে এসে দেখেন, তাঁর স্বামী পড়ে আছেন। তাঁর চিৎকারে লোকজন এসে দেখেন, আবদুর রশিদ মারা গেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।