নরসিংদীতে সাজাপ্রাপ্ত টেঁটাসরদার গ্রেপ্তার

গ্রেপ্তার।
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরার টেঁটাযুদ্ধপ্রবণ এলাকা নীলক্ষার সাজাপ্রাপ্ত এক টেঁটাসরদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার বারৈচা সিএনজিস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁকে নরসিংদীর আদালতে নেওয়া হলে বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সাজাপ্রাপ্ত ওই টেঁটাসরদারের নাম মোবারক হোসেন ওরফে মোবা (৪০)। তিনি রায়পুরা উপজেলার নীলক্ষার আমিরাবাদ এলাকার মৃত মহর আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, টেঁটাসরদার মোবারকের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যাসহ ছয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এত দিন বিভিন্ন কৌশলে গ্রেপ্তার এড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করলেও আজ জেলা গোয়েন্দা পুলিশের জালে আটকা পড়েন তিনি। টানা ১৫ দিনের গোয়েন্দা তৎপরতা শেষে বেলাব থানার বারৈচা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, টেঁটাসরদার মোবারক হোসেন রায়পুরার নীলক্ষায় বিভিন্ন সময় সংঘটিত টেঁটাযুদ্ধে অংশ নিয়েছিলেন। ভৌগোলিক কারণে বারবার চেষ্টার পরেও এত দিন তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।