Thank you for trying Sticky AMP!!

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: ২২ আসামির জামিন

নারায়ণগঞ্জ নগরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় অভিযোগপত্রভুক্ত আসামিরা রোববার আদালতে হাজির হন। দুপুরে নারায়ণগঞ্জের আদালত ভবনে।

নারায়ণগঞ্জ নগরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে নিহতের ঘটনায় ২২ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আজ রোববার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রভুক্ত ওই ২২ জন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিকেলে আদালত তাঁদের এক মাসের জামিন মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর, বিদ্যুৎমিস্ত্রি, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) দুজন মিটাররিডার ও তিতাস গ্যাস কোম্পানির আট কর্মকর্তা-কর্মচারী আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।

গত ৪ সেপ্টেম্বর এশার নামাজ শেষে রাত সাড়ে আটটার দিকে ওই মসজিদে গ্যাসের ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটে। এতে মুসল্লি ও পথচারীসহ ৩৭ জন পুড়ে যান। তাঁদের ৩৪ জন মারা যান।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর এশার নামাজ শেষে রাত সাড়ে আটটার দিকে ওই মসজিদে গ্যাসের ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটে। এতে মসজিদের মুসল্লি, পথচারীসহ ৩৭ জন পুড়ে যান। তাঁদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মসজিদের ইমাম, কমিটির সাধারণ সম্পাদকসহ ৩৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মামলা করেন।

পুলিশের সদর দপ্তরের নির্দেশে মামলাটির তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। সিআইডি তিতাস গ্যাসের আট কর্মকর্তা-কর্মচারী ও ডিপিডিসির দুজন মিটাররিডার, স্থানীয় একজন বিদ্যুৎমিস্ত্রি ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুরকে গ্রেপ্তার করে। চার মাস তদন্ত শেষে ৩১ ডিসেম্বর মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুরসহ ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তিতাস গ্যাসের আটজন সরকারি কর্মকর্তা-কর্মচারী হওয়ায় কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কথা জানায় সিআইডি।