নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজ রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।
আজ সকাল আটটায় পৌর শহরের পাবলিক কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মো. সহিদ উল্যাহ্ খান। সকাল সাড়ে নয়টার দিকে সোনাপুর কারামতিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শহিদুল ইসলাম।
সকাল আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কমপক্ষে ১৫টি কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে শীত উপেক্ষা করে নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সারিবদ্ধভাবে ভোটাররা কেন্দ্রে প্রবেশ করছেন। সকাল আটটা বাজার সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভেতরে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৭৫ হাজার ৭২৬। সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য ৮০০ পুলিশ, ৪৫০ আনসার, ৩ প্লাটুন বিজিবি, ৩ প্লাটুন র্যাব, পুলিশের চারটি ভ্রাম্যমাণ দল, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৯টি ওয়ার্ডে একজন করে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।