Thank you for trying Sticky AMP!!

পদ্মায় মাইক্রোবাস পড়ে নিখোঁজ চালকের লাশ উদ্ধার

পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসের চালক মারুফ হোসেন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় পড়ে যাওয়া মাইক্রোবাসের চালকের লাশ ৪৫ ঘণ্টা পর পাওয়া গেছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে পন্টুন থেকে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। দুই ঘণ্টা পর বেলা দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হলেও ভেতরে চালককে পাওয়া যায়নি। সেই থেকে চালকের সন্ধানে তল্লাশি চলছিল।

Also Read: ‘ঝড়ের মধ্যে চোখের পলকে মাইক্রোবাসটি ডুবে যায়’

ওই চালকের নাম মারুফ হোসেন (৪০)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলায়। ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা মাকসুদুর রহমানের নতুন কেনা মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৪-২৬০৮) চালক হিসেবে কাজ করতেন তিনি। গত সোমবার মাইক্রোবাসের মালিকের শ্যালক সৌদি আরবপ্রবাসী মিজানুর রহমান রবিনকে গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা নামিয়ে দিয়ে ঢাকায় ফিরছিলেন তিনি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Also Read: ‘ভাই লাশ হয়ে গেল, আমাদের ঈদ শেষ’