Thank you for trying Sticky AMP!!

পদ্মা সেতুর ওপর গাড়ি পার্কিংয়ের দায়ে জরিমানা

আদালত

পদ্মা সেতুর ওপর অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বেলা দেড়টার দিকে সেতুর মুন্সিগঞ্জ অংশে এই জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার মো. আশরাফুল কবীর।

আশরাফুল কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা পদ্মা সেতুর মুন্সিগঞ্জ অংশে অবস্থান করছিলাম। বেলা দেড়টার দিকে সেতুর মাঝখানে প্রাইভেট কার থামিয়ে সাত থেকে আটজন ব্যক্তি সেতুতে অবস্থান করেন। সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধভাবে সেতুর ওপর গাড়ি পার্কিং করার অপরাধে তাঁদের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

ওই ব্যক্তিরা ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে স্বীকার করলে তাঁদের ছেড়ে দেওয়া হয়। কেউ যাতে সরকারি বিধিনিষেধ অমান্য না করতে পারেন সে জন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।

Also Read: পারাপারের সময় পদ্মা সেতুতে না নামতে মাইকিং, টহল দিচ্ছে সেনাবাহিনী

Also Read: পদ্মা সেতুতে উঠতে না পারায় আক্ষেপ, অন্তত দুই দিনের জন্য উন্মুক্ত করার দাবি