
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আমির আব্বাস ওরফে মোল্লাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে আলিফ গার্মেন্টস নামের ওই কারখানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমির আব্বাস লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার পরিদর্শক (হাজীগঞ্জ ফাঁড়ি) বিপ্লব কুমার দত্ত চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে আমির আব্বাসকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ধর্ষণের শিকার ওই নারী (২০) ২ জুন আলিফ গার্মেন্টসে যোগদান করেন। ৪ জুন সকাল ৯টার দিকে কারখানায় গিয়ে জানতে পারেন, বিদ্যুৎ না থাকায় গার্মেন্টস বন্ধ রয়েছে। ফিরে আসতে চাইলে আমির আব্বাস তাঁকে বলেন, বিদ্যুৎ এলে গার্মেন্টস চালু হবে, এ জন্য তাঁকে অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে আমির আব্বাস আরেক তরুণের সহায়তায় কারখানার তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার দুই দিন পর বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগী নারী চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। পরে স্বামীর সঙ্গে আলোচনা করে শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার পরিদর্শক (হাজীগঞ্জ ফাঁড়ি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় প্রধান আসামি আমির হোসেনকে শনিবার নিজ কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়। অজ্ঞাতনামা আরেক আসামির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।