Thank you for trying Sticky AMP!!

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে তিন বৃদ্ধের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি

ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া তিন বৃদ্ধের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ফরিদপুরের, একজন মাদারীপুরের ও একজন গোপালগঞ্জের।

এই তিনজন হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মোসলেম উদ্দিন (৫৯), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোয়াল গ্রামের মসিয়ারা বেগম (৬৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার সোহরাব মাতুব্বর (৬৩)।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ১০২ জন করোনা শনাক্ত রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১০ জন আইসিইউতে এবং ৯২ জন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যন্ত ১১ হাজার ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৯০ জন করোনা শনাক্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলায় মারা গেছেন ৭০ জন। বাকিরা মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাগুরাসহ আশপাশের জেলার।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে করোনা পরিস্থিতি অস্থিতিশীল আছে। শনাক্তের হার কোনো দিন বেশি বেড়ে যাচ্ছে, আবার কোনো দিন কমে যাচ্ছে। তবে শনাক্তের হার কমে গেলেও সাম্প্রতিককালে ২২ শতাংশের নিচে নামেনি। তিনি বলেন, ফরিদপুরকে লকডাউনের আওতায় আনা উচিত। আজ বৃহস্পতিবার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।