Thank you for trying Sticky AMP!!

বঙ্গোপসাগরে দুই লাইটার জাহাজডুবি, ১৩ নাবিক নিখোঁজ

প্রতীকী ছবি

ভাসানচরের অদূরে বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ে ‘আক্তার বানু’ ও ‘এমভি সিটি-১৪’ নামে দুটি লাইটার জাহাজ ডুবে গেছে। শনিবার বিকেলে গমবোঝাই ‘আক্তার বানু’ এবং ভোরে চিনিবোঝাই ‘এমভি সিটি-১৪’ ডুবে যায়। আক্তার বানু জাহাজের ১৩ জন নাবিক শনিবার রাত ১১টা পর্যন্ত নিখোঁজ ছিলেন। অপর জাহাজটির ১২ নাবিককে আরেকটি জাহাজের নাবিকেরা উদ্ধার করেছেন।

‘এমভি সিটি-১৪’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে অশোধিত চিনি নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ সেলিম প্রথম আলোকে জানান, নিম্নচাপের প্রভাবে সৃষ্ট প্রচণ্ড ঢেউয়ে জাহাজ দুটি ডুবে যায়। নিখোঁজ নাবিকদের এবং জাহাজ দুটি উদ্ধারে নৌবাহিনী ও মালিকপক্ষকে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে ৫ আগস্ট বঙ্গোপসাগরে ভাসানচর-১ বয়ার কাছে চিনিবোঝাই আরেকটি লাইটার জাহাজ এমভি আল নূর-১ ডুবে যায়।