Thank you for trying Sticky AMP!!

বরিশাল মেডিকেলে দগ্ধ ৭০ জন ভর্তি, পরে ১০ জনকে ঢাকায় স্থানান্তর

ঝালকাঠিতে মাঝ নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ অর্ধশতাধিক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে

ঢাকা থেকে বরগুনা আসার পথে ঝালকাঠিসংলগ্ন বিষখালী নদীতে অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৭০ জন দগ্ধ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান জানিয়েছেন, দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে ৫০ সদস্যের একটি দল বরিশালে আসছে।

লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা অভিযান-১০ নামের লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। মৃত ও আহত ব্যক্তিরা বরগুনা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এদিকে আজ সকাল থেকেই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাঁরা দগ্ধ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল মেডিকেলে পাঠাচ্ছেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক সাইফুল ইসলাম বলেন, গুরুতর রোগীদের ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। অন্যান্য রোগীদের সামর্থ্য অনুযায়ী তাঁরা চিকিৎসা দেওয়া অব্যাহত রেখেছেন। হাসপাতালে সব চিকিৎসক ও নার্সকে দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য জরুরিভাবে নিয়োগ করা হয়েছে।

Also Read: ভয়ংকর পরিস্থিতির কথা জানালেন প্রাণে বেঁচে যাওয়া ইউএনও

Also Read: ‘দুই ঘণ্টা সুগন্ধায় ভাইস্যা আছিলাম’

Also Read: ঝালকাঠির সুগন্ধা নদীর পাড়ে মৃতদের স্বজনদের ভিড়

Also Read: ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

Also Read: ঝালকাঠিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬

Also Read: ঝালকাঠিতে মাঝনদীতে লঞ্চে আগুন, ১৬ জনের লাশ উদ্ধার