বসন্তের ফুল-পাখি

বসন্ত মানেই ফুল-পাখির মেলা। সবুজ পাহাড়ে যেমন রং লেগেছে লাল ফুলের, তেমনি ফুলবনে এসেছে নানা পাখপাখালি। খাগড়াছড়ি শহরের চাবাই সড়ক থেকে তোলা কিছু ছবি।

গাছের ডালে এসে বসেছে বসন্তবাউরি
গাছের ডালে এসে বসেছে বসন্তবাউরি
সবুজ পাতার মধ্যে লাল ফুলের ঝিলিক
ফুলের মাঝে শালিক
টিয়ার লাল ঠোঁটের সঙ্গে ফুলের লাল একাকার
এসেছে ভিমরাজ পাখি
ফুলের মাঝে বুলবুলির খাবার অন্বেষণ
লাল ফুলের সনে শালিকের মিতালি