
সাতক্ষীরার শ্যামনগরে ট্রাকের চাপায় এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ট্রাকচালক। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া মাদ্রাসাছাত্রীর নাম জামিলা আক্তার (১২)। সে ঈশ্বরীপুর ইউপির খাগড়াঘাট গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ও বুড়িগোয়ালিনী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসাছাত্রী জামিলা আক্তার (১২) তার খালার সঙ্গে বাজার করে বাড়ি ফিরছিল। পথে শ্রীফলাকাটি কালভার্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাকে প্রথমে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক আবু বক্কর সিদ্দিকী গুরুতর আহত হন।
পরে ট্রাকচালক আবু বক্কর সিদ্দিকীকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহিদ মোর্শেদ ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।