Thank you for trying Sticky AMP!!

বিক্ষোভ করে ছুটি আদায় করে নিলেন শ্রমিকেরা

গাজীপুরের শ্রীপুরের ছাপিলাপাড়া এলাকার লাক্সমা নিটওয়্যার কারখানার শ্রমিকদের বিক্ষোভের মুখে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বিক্ষোভ চলে।

কারখানার শ্রমিকদের দাবি, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সবকিছু যখন বন্ধ, তখন তাঁদের কারখানায় কাজ চলছিল। এ সময় কারখানায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। বারবার তাঁরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। কারখানাটি বন্ধ করে দেওয়ার দাবি জানান। কিন্তু আজকে পর্যন্ত সেটি বন্ধ না করায় তাঁরা আন্দোলনে যান।

কারখানার কর্মী নাজমা আক্তার বলেন, 'আন্দোলন কইরা ছুটি নিতে হইছে। আমগর জীবনের কি মূল্য নাই? সবাই ছুটিতে নিরাপদে আছে। অথচ আমরা ছুটি পাইনি।' রবিউল ইসলাম নামের অপর শ্রমিক বলেন, সব শ্রমিক রাস্তায় নেমে আন্দোলন করে ছুটি আদায় করেছেন। নিরাপত্তার কথা ভাবলে আরও আগেই ছুটি দেওয়া উচিত ছিল। একই কারখানার কর্মী আরিফুল ইসলাম বলেন, এত এত শ্রমিক একসঙ্গে কাজ করলে নিরাপত্তা থাকে না। সবাই এত দিন ঝুঁকি নিয়ে কাজ করেছেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানিয়েছেন, ৪ এপ্রিল পর্যন্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা আন্দোলন চলেছে। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ কারখানায় যায়। কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটির নোটিশ দেয়। তখন শ্রমিকদের বিক্ষোভ থেমে যায়।