
উৎসব এলেই বিভিন্ন পণ্যে অফারের হিড়িক লেগে যায়। কেউ দেন একটার সঙ্গে অন্যটা ফ্রি। আবার কেউ দেন দামে ছাড়। তবে এবারের কোরবানির হাটে বিক্রির জন্য ‘বিগ বস’ নামের একটি ষাঁড়ের সঙ্গে মোটরসাইকেল উপহার দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছেন ষাঁড়টির মালিক।
বিগ বসের মালিক আফিল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া তালতলা গ্রামে। এবারের কোরবানি ঈদ সামনে রেখে আফিলের বিগ বস এলাকায় বেশ সাড়া ফেলেছে। ষাঁড়টি দেখতে প্রতিদিন তাঁর বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন।
আফিল উদ্দিন প্রথম আলোকে বলেন, এলাকায় যে কয়টা ষাঁড় আছে, সেগুলোর তুলনায় আকারে অনেক বড় হওয়ায় তিনি ষাঁড়টির নাম রেখেছেন বিগ বস। কথা বলতে বলতে ষাঁড়টির গায়ে হাত বোলাতে থাকেন আফিল উদ্দিন। এত যত্ন কেন জানতে চাইলে তিনি বলেন, ‘পাঁচ বছর ধরে আদর-যত্নে ষাঁড়টিকে লালন করছি।
দানাদার ও তরল খাদ্য হিসেবে খইল, ভুট্টা, বুট ও ছোলার ভুসি, খড়, নেপিয়ার ঘাস ও কুঁড়া খাওয়াই। পাশাপাশি খাওয়ানো হয় বিভিন্ন ফলমূল। এখন বিগ বসের পেছনে প্রতিদিন খাবার লাগে ২ হাজার থেকে আড়াই হাজার টাকার। দেখছেন না কী সুন্দর আমার বিগ বস!’
আফিলের বিগ বসের ওজন এখন প্রায় ৩৭ মণ। উচ্চতা ৬ ফুট আর লম্বায় ১০ ফুট। এলাকায় তাঁর বিগ বসই সবচেয়ে বড় ষাঁড় বলে দাবি আফিল উদ্দিনের। ডিজিটাল স্কেলের মাধ্যমে পরিমাপ করে ষাঁড়টির ওজন নিশ্চিত হয়েছেন তিনি।
বিগ বসের দাম কত জিজ্ঞেস করতেই আফিল উদ্দিন বলেন, ‘বিগ বসের ওজন ১ হাজার ৫০০ কেজির বেশি। তাই দাম চাচ্ছি ৩৫ লাখ টাকা। এই দামে কিনলে বিগ বসের সঙ্গে টিভিএস ব্র্যান্ডের একটি মোটরসাইকেল উপহার দেব।’
ষাঁড়ের সঙ্গে মোটরসাইকেল কেন জানতে চাইলে আফিল উদ্দিন বললেন, ‘ঈদের খুশিতে কতজন কতভাবে উপহার দেয়। আমি নাহয় একটি মোটরসাইকেল উপহার দিয়ে বিগ বসকে স্মরণীয় করে রাখলাম।’
হরিপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ প্রথম আলোকে বলেন, আফিল উদ্দিন কৃষিকাজের পাশাপাশি বাড়িতে দু–একটি গরু পালন করে আসছেন। এবারের কোরবানির হাটে তাঁর বড় আকারের একটি ষাঁড় বিক্রির জন্য উঠবে। তিনি ন্যায্যমূল্য পাবেন বলে আশা করেন এই কর্মকর্তা।