
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিনটি ছেলেশিশুর জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে জেলা শহরের একটি হাসপাতালে শিশুগুলোর জন্ম দেন তিনি। তিন নবজাতক ও তাঁদের মা সুস্থ আছেন।
ওই নারীর নাম রুবিনা আক্তার। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সোনাতলা এলাকার বাসিন্দা মো. জামাল মিয়ার স্ত্রী। এর আগে তিনি আরও চার ছেলেসন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। বর্তমানে সাত সন্তানের জননী এই নারী।
রুবিনা আক্তারের অস্ত্রোপচার হয়েছে জেলা শহরের কুমারশীল মোড়ের গ্রামীণ জেনারেল হাসপাতালে। হাসপাতালটির চিকিৎসক শিবলী রানী দেবী ও তৌহিদ আহমেদ চৌধুরী বলেন, শনিবার সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হয়। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর আলট্রাসনোগ্রামের মাধ্যমে গর্ভে থাকা শিশুদের নড়াচড়া কম থাকাসহ প্রসূতির বিভিন্ন সমস্যা ধরা পড়ে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এই দুই চিকিৎসক জানান, শিশু তিনটির ওজন যথাক্রমে ১ কেজি ৫০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম ও ১ কেজি ৬০০ গ্রাম। স্বাভাবিক সময়ের পাঁচ সপ্তাহ আগে শিশুগুলোর জন্ম হয়েছে। ওজনে কম হওয়া শিশু তিনটিকে পার্শ্ববর্তী একটি বেসরকারি শিশু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (ইনকিউবেটর) রাখা হয়েছে। তবে প্রসূতি মা সুস্থ আছেন।
গত বছরের ১৩ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার নুর ইসলামের স্ত্রী বেদেনা আক্তার নামের আরেক নারী জেলা শহরের দ্য বসুন্ধরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিনটি ছেলেশিশুর জন্ম দিয়েছিলেন।