Thank you for trying Sticky AMP!!

ভোলা শহরে রিকশায় যাত্রী থাকবে একজন

ফাইল ছবি

ভোলা শহরের সড়কে রিকশা ও ব্যাটারিচালিত রিকশায় একজন করে যাত্রী চলাচল করতে পারবে। মোটরসাইকেলের চালক পেছনে কাউকে নিতে পারবেন না।

আজ সোমবার ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান এ–সংক্রান্ত কয়েকটি নির্দেশনা দিয়ে মাইকিং করেছেন।

নির্দেশনাসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভোলা শহরে চলাচলকারী সব ধরনের যানবাহনের মালিক ও চালকদের জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অটো (বোরাক), মাহেন্দ্র, সিএনজিচালিত অটোরিকশা ভোলা পৌরসভার সড়ক এলাকায় প্রবেশ নিষিদ্ধ।
কেবল রিকশা ও ব্যাটারিচালিত রিকশা একজন যাত্রী নিয়ে ভোলা শহরের সড়কে চলতে পারবে।
মালবাহী ট্রাক, ট্রলি, নছিমন, করিমন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলাচল করতে পারবে। সব চালক ও যাত্রীকে অবশ্যই মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে। আইন অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।