
মাদারীপুরে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে ডাসার উপজেলার কর্ণপাড়া বোতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকের চালক তমিজউদ্দিন ফকির (২২) আহত হন। তিনি সদর উপজেলার পখিরা এলাকার সালাম ফকিরের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল দুপুরে ইজিবাইক নিয়ে সড়কে বের হন তমিজউদ্দিন। শহরের ইটেরপুল থেকে যাত্রী নিয়ে প্রথমে পাথুরিয়ারপাড় যান। পরে সেখান থেকে যাত্রী তুলে ঢাকা-বরিশাল মহাসড়ক হয়ে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন। ডাসার উপজেলার কর্ণপাড়া বোতলা এলাকায় ইজিবাইকে থাকা যাত্রীরা চালককে কৌশলে চেতনানাশক দিয়ে অচেতন করে ফেলেন। পরে তাঁরা ইজিবাইক, টাকা ও মুঠোফোন নিয়ে চলে যান। স্থানীয় লোকজন আহত অবস্থায় চালক তমিজউদ্দিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ডাসার থানার মধ্যে হলেও চালকের বাড়ি সদরে। ঘটনাস্থল নির্ণয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।