
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় মো. আলমগীর হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সোনালী ব্যাংকের সুবিদখালী শাখার করিডরে এ ঘটনা ঘটে। আলমগীরের বাড়ি বরগুনা জেলার গলাচিপা গ্রামে।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দেউলী সুবিদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান (৬৫) রোববার সোনালী ব্যাংকের সুবিদখালী শাখা থেকে ১ লাখ ৩০ হাজার টাকা তুলে ব্যাংকের করিডরে বসে গুনছিলেন। তখন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি ওই টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান তাঁকে জাপটে ধরে চিৎকার দেন। তখন ব্যাংকের লোকজন ও অন্য গ্রাহকেরা তাঁকে উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান বলেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন বয়সের ভারে ভারাক্রান্ত। বৃদ্ধ হয়ে গেলেও সাহস হারাইনি। ব্যাংক থেকে ১ লাখ ৩০ হাজার টাকা তুলে করিডরে বসে গুনছিলাম। ওই ছিনতাইকারী হঠাৎ আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। আমি সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলি।’
সোনালী ব্যাংকের সুবিদখালী শাখার ব্যবস্থাপক মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রাহক মো. আনিসুর রহমান ১ লাখ ৩০ হাজার টাকা তোলার কিছুক্ষণ পরই ব্যাংকের করিডরে চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা ছুটে যান। গিয়ে দেখেন, ছিনতাইকারী সন্দেহে এক ব্যক্তিকে জাপটে ধরে রেখেছেন ওই গ্রাহক। পরে পুলিশ এসে ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, ছিনতাইকারী সন্দেহে মো. আলমগীর হোসেন নামের এক ব্যক্তি থানায় আটক আছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।