Thank you for trying Sticky AMP!!

যাই মধু আহরণে

>

প্রকৃতিতে এখন রঙের ছটা। মাঠ ভরা সোনালি ধান। খেতে হলুদ সরিষা ফুল। হেমন্তে প্রকৃতি সেজেছে বর্ণিল রূপে। মধু আহরণে মত্ত মৌমাছি ও বাহারি রঙের প্রজাপতি। এক ফুল থেকে আরেকটি ফুলে প্রজাপতি ঘুরছে। কখনো দুটি প্রজাপতি একসঙ্গে। আবার কখনো একা একা। দেখে পথিকের চোখ জুড়ায়। বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামের ছবিগুলো গতকাল বৃহস্পতিবারের।

হলুদ সরিষা ফুলে বসেছে মৌমাছি
ফুল থেকে মধু আহরণে ব্যস্ত প্রজাপতি
সবুজ পাতায় কালো প্রজাপতি
প্রজাপতির পাখনায়ও হলুদের ছটা
ঝরা পাতার মতো রং এই প্রজাপতির
দুই বন্ধু প্রজাপতি এক গাছ থেকে অন্য গাছে
একা একা মধু আহরণে প্রজাপতি
সরিষা ফুলে প্রজাপতির আনাগোনা
ফুলে দুই বন্ধু প্রজাপতি