Thank you for trying Sticky AMP!!

রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটিচাপায় এক রোহিঙ্গার মৃত্যু

লাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটিচাপায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী পাহাড়ে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম নুরু সাবা ওরফে লালু (৩৩)। তিনি উখিয়ার থাইংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবিরের ৭ নম্বর ব্লকে থাকতেন। তাঁর বাবার নাম আবুল হাশিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যংয়ের ঝিমংখালী-নয়াপাড়ার মোহাম্মদ হেলাল ও আবদুল গফুরের মালিকানাধীন দুটি ডাম্পার ট্রাক আছে। কিছুদিন ধরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে রাতের আঁধারে পাহাড় ও টিলার মাটি কেটে ওই দুটি ট্রাকে করে মাটি সরানো হচ্ছিল। রোববার রাতের আঁধারে পাহাড়ের মাটি কাটার সময় পাহাড়ের একটি অংশ ধসে চাপা পড়েন নুরু সাবা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় রাতেই লাশটি উদ্ধার করা হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির (আইসি) উপপরিদর্শক নুরে আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।