
অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর মো. আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (পূর্ব) তাকি আল যাওয়াদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ৪৪ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. এনামুল হক আজ বৃহস্পতিবার মামলাটি করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়েছে।
মামলার অপর চার আসামি হলেন রেলওয়ের এফএ অ্যান্ড সিএও-ই কামরুন নাহার, রেলওয়ের এসএসএই/ইলেক/টিএল শাহ আলম, এসএসএই/ইলেক পাহাড়তলী আবুল কালাম আজাদ ও মেসার্স অর্ণব অ্যাসোসিয়েটসের মালিক চৌধুরী শরাফাত করিম।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের একটি প্রকল্পের মালামাল কেনার নাম করে ৪৪ লাখ ৮ হাজার টাকার বিল পরিশোধ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।