শিবপুরে কৃষকের দুই বিঘা জমির শিমগাছ কাটল দুর্বৃত্তরা

নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে কৃষক আবুল কাশেমের খেতের শিমগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা
ছবি: প্রথম আলো

নরসিংদীর শিবপুর উপজেলায় রাতের আঁধারে আবুল কাশেম (৫০) নামের এক কৃষকের দুই বিঘা জমির সব শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কাশেম শিবপুরের বাঘাব ইউনিয়নের চাঁদপাশা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে কৃষক আবুল কাশেম অভিযোগ করেন, সকালে শিমগাছের পরিচর্যার জন্য জমিতে যান তিনি। দেখেন প্রতিটি শিমগাছের গোড়া কাটা। বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এসব শিমগাছ কেটেছে। ১৫ দিন আগে খেতের সব মাচায় শিমের ফুল ফুটতে শুরু করে। এরই মধ্যে অনেক গাছে শিমও ধরতে শুরু করেছে। আর কিছুদিন গেলেই এসব শিম বাজারে বিক্রির উপযোগী হতো। শিমগাছগুলো কেটে দেওয়ায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর।

আবুল কাশেম বলেন, ‘আর মাত্র সপ্তাহ দুয়েক পরই পর্যায়ক্রমে আমি অন্তত দুই থেকে আড়াই লাখ টাকার শিম বিক্রি করতে পারতাম। তিন মাস ধরে কঠোর পরিশ্রম আর প্রায় ৬০ হাজার টাকা ধারদেনা করে খেতটা করেছি। ধার করা টাকা শোধ করে আর লাভের মুখ দেখা হলো না। বিষয়টি আমি শিবপুর থানা-পুলিশকে জানিয়েছি।’

এ বিষয়ে বাঘাব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরুণ মৃধা বলেন, স্থানীয় ইউপি সদস্য বিষয়টি তাঁকে জানানোর পর তিনি ওই শিমখেতে গিয়েছিলেন। কারা এই কাজ করল, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষককে কীভাবে সহযোগিতা করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। ঠিক কী কারণে দরিদ্র ওই কৃষকের শিমগাছগুলো কেটে ফেলা হলো, তা খুঁজে বের করা হবে।