
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় ঢাকা ওয়াশিং নামের একটি কারখানায় আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১৮ জন।
আগুনে মৃত ব্যক্তির নাম মাসুম সিকদার (৩৫)। তিনি ঢাকার দোহার উপজেলার চরকুসুমহাটি গ্রামের সূর্য সিকদারের ছেলে।
কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে কারখানার নিচতলায় রাসায়নিকের গুদামের পাশে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। হঠাৎ সেখানে আগুন লাগে। এ সময় গুদামে অবস্থান করা মাসুম অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন মাওনা চৌরাস্তার বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানা কর্তৃপক্ষ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলে। এতে আহত হয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।