Thank you for trying Sticky AMP!!

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে আজ শুক্রবার বিকেলে নওগাঁর নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয়েছে

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনের বিচারের দাবিতে নওগাঁর নজিপুরে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নজিপুর প্রেসক্লাবের আয়োজনে নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা রায়হান, মানবাধিকারকর্মী রুবাইয়াত হাসান, সামাজিক সংগঠন ‘অদম্য’র সমন্বয়ক রাইসুল ইসলাম, সাংবাদিক টিপু সুলতান, মনিরুজ্জামান, মিলন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনাকে ঘণ্টার পর ঘণ্টা সচিবালয়ে একটি কক্ষে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। তাঁকে হত্যার চেষ্টা করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারী। ওই কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এতে দেশে ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিচার করতে হবে। সেই সঙ্গে সাংবাদিক রোজিনাকে দ্রুত মুক্তি দিতে হবে।