Thank you for trying Sticky AMP!!

সৌন্দর্যের হাতছানি

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরূপ সৌন্দর্য যেন সবাইকে হাতছানি দিয়ে ডাকে। বিশেষ করে ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন। ১৯৬৩ সালে প্রায় ২৪ একর জায়গায় বিলুপ্ত ও প্রায় বিলুপ্ত উদ্ভিদ ও গাছের বিশাল সম্ভার নিয়ে গড়ে ওঠে গার্ডেনটি। ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থীরা একবার হলেও ঢুঁ মারেন এখানে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে গড়ে ওঠা গার্ডেনটিতে ঢুকলেই কানে আসে পাখির কিচিরমিচির। জানা-অজানা ফুল, ফল, ক্যাকটাস, ঔষধি গাছ...কী নেই এখানে—ছবিগুলো গত শুক্রবারের।