স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুরের এক স্কুলছাত্রীকে (১৭) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মায়ের করা মামলায় আনাছ আলী ওরফে সুমন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে তাঁকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আনাছ আলীকে গতকাল শনিবার সকালে খুলনা থেকে আটক করে র‌্যাবের একটি দল। রাতেই তাঁকে লক্ষ্মীপুরের রায়পুর থানায় হস্তান্তর করা হয়। শনিবার রাতেই ওই ছাত্রীর মা বাদী হয়ে আনাছের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা করেন। ওই মামলায় আনাছকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার র‍্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, খুলনার রূপসার একটি ভাড়া বাসা থেকে শনিবার সকালে ওই ছাত্রীকে উদ্ধার করে র‍্যাব। সঙ্গে থাকা আনাছকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ওই কিশোরী একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে আনাছের মুঠোফোনের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। গত ২৩ মে দুপুরে ওই কিশোরীকে তার বাড়ির পাশ থেকে অপহরণ করে নিয়ে যান আনাছ। এরপর ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে দাবি করে ২৭ মে তার মা র‌্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় খুলনার ওই কিশোরীকে উদ্ধার এবং সুমনকে গ্রেপ্তার করা হয়। এ কাজে র‍্যাব-১১-কে সহযোগিতা করেছে খুলনার র‌্যাব-৬।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনাছ ওই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের কথা স্বীকার করেছেন। এক-দুই দিনের মধ্যে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে আদালতে।