স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে একজনকে কারাদণ্ড

কারাগার
প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মামুনুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্ত মামুনুর রশিদ উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছামতী আলীনগর এলাকার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন, ওই ছাত্রীর অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে উত্ত্যক্তের বিষয়টি তাঁদের জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনুর রশিদকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তিনি উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মামুনুর রশিদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানায় হস্তান্তর করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে তাঁকে জেলা কারাগারে পাঠানো হবে।