
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল তাঁদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ি বাজার এলাকার পশ্চিমে চিকিৎসক মোর্শেদুল হক ও মৌসুমী আক্তার দম্পতির বাড়িতে এ ঘটনা ঘটে। দম্পতির একজন অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও অন্যজন স্ত্রীরোগের চিকিৎসক।
ভুক্তভোগী চিকিৎসক মোর্শেদুল হক প্রথম আলোকে বলেন, রাত তিনটার দিকে সাত থেকে আটজনের একটি ডাকাত দল মই বেয়ে তাঁদের দ্বিতল বাড়ির ওপরে ওঠে। তারা রড বা অন্য শক্ত কিছু দিয়ে দরজার তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর তাঁর মুখ, চোখ ও হাত-পা বেঁধে ফেলে। তাঁর স্ত্রীর মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি চাইলে তিনি তা দিয়ে দেন। একই সময়ে পাশের কক্ষে থাকা তাঁর মা–বাবাকেও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা।
মোর্শেদুল হক বলেন, প্রায় আধা ঘণ্টা ধরে তারা ঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা, ১১ থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মুঠোফোন লুটে নেয়। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাত দল চলে যাওয়ার পর তাঁরা চিৎকার করলে পাশের বাড়ি থেকে আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন ছুটে আসেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। ভুক্তভোগীদের থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।