
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বানার নদের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত উপজেলার গোসিংগা বাজারের পাশে বানার নদের খেয়াঘাট থেকে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল।
উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নদের জায়গায় গড়ে ওঠা এসব স্থাপনা গত মাসের শেষ দিকে অবৈধভাবে তৈরি করা হয়েছিল। সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা না করায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের জুনে জায়গাটি দখল করেছিলেন গোসিংগা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইদুর রহমান। তিনি ইউনিয়ন পরিষদের বরাদ্দের টাকায় নদীর জায়গায় ৩০০ মিটার দৈর্ঘ্যের আধা পাকা সড়ক নির্মাণ করেছিলেন। পরে বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে ইট সরিয়ে নেন চেয়ারম্যান। কিছুদিন পর আবারও ওই সড়কে ইট বসানো হয়। এ ছাড়া গোসিংগা কাঁচাবাজার ও ইউনিয়ন পরিষদ ঘেঁষা নদীর জায়গায় তখন চেয়ারম্যানের অনুসারীরা একাধিক ভবন নির্মাণের কাজ শুরু করেন। পরে প্রশাসনিক হস্তক্ষেপে তা–ও বন্ধ হয়। গত বছরের ৫ আগস্টের পর এটির দখল নেন স্থানীয় একদল লোক। গত মে মাসে একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান ছাইদুর রহমান।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল প্রথম আলোকে বলেন, স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও তাঁরা সেটি মানেননি। ফলে অভিযান চালিয়ে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। নদীর জায়গায় এভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।