Thank you for trying Sticky AMP!!

ট্রেনের ধাক্কায় ময়লাবাহী একটি ট্রাক উল্টে যায়। রোববার রাতে গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায়

ট্রেনের ধাক্কায় ময়লাবাহী ট্রাক উল্টে অটোরিকশার ওপর, অটোচালক নিহত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ময়লাবাহী একটি ট্রাক উল্টে পাশের ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এ ঘটনায় অটোরিকশার চালক মারা যান। আহত হয়েছেন ট্রাকচালক। গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে টঙ্গীর মধুমিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মো. নবীন (১৮)। তাঁর বাবার নাম জদু মিয়া। নিহত নবীন পরিবারের সঙ্গে টঙ্গীর মধুমিতা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। আহত ট্রাকচালকের নাম জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর মধুমিতা এলাকায় অবৈধভাবে গড়ে উঠেছে একটি লেভেল ক্রসিং। সেখানে প্রতিনিয়তই যানবাহন পারাপার হয়। লোকজনও যাতায়াত করেন। গতকাল রাত সোয়া ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ময়লাবাহী একটি ট্রাক লেভেল ক্রসিংটি পার হচ্ছিল। পাশ দিয়ে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন ময়লাবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ট্রাকটি উল্টে দুমড়েমুচড়ে পাশের একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এ সময় অটোরিকশাটির চালক গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অটোরিকশাচালক মো. নবীনকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।