
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় তাঁকে নগরের বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে মহানগরের কোতোয়ালি মডেল থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, আশিক আহমদ দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার বাসিন্দা। গত বছরের জুলাই ও আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাঁর বিরুদ্ধে নাশকতা ও হামলার অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা হয়। এ ছাড়া বেশ আগে দক্ষিণ সুরমা থানায় তাঁর বিরুদ্ধে একটা মামলা ছিল।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আশিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাঁকে আগামীকাল রোববার আদালতে তোলা হবে।