Thank you for trying Sticky AMP!!

জামানত হারিয়ে জাপা প্রার্থী বললেন, ‘যা পাইছি, আলহামদুলিল্লাহ’

ঢাকা-২ আসনে জাপা প্রার্থী শাকিল আহমেদ

দ্বাদশ জাতীয় সংসদে ঢাকা-২ আসনে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী শাকিল আহমেদ। লাঙ্গল প্রতীকে মাত্র ২ হাজার ১৯৮টি ভোট পেয়েছেন তিনি। এই ভোট পেয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন জাপার এই প্রার্থী। তিনি বলেন, ‘যা (ভোট) পাইছি, আলহামদুলিল্লাহ। জনগণ আমাকে ভালোবাইস্যা যা ভোট দিছে, তাতেই আমি খুশি। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ, অনুযোগ নাই।’

আজ শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার এলাকায় শাকিল আহমেদের সঙ্গে তাঁর ফ্লেক্সিলোডের ব্যবসাপ্রতিষ্ঠানে কথা হয় এই প্রতিবেদকের। লাঙ্গলের প্রার্থী বলেন, ‘এখন তো নির্বাচন শেষ। জীবন বাঁচানোর তাগিদে কাজ করে খেতে হবে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার নতুন উদ্যমে নিজ ব্যবসায়ে ফিরেছি।’

শাকিল আহমেদের দাবি, এবার তাঁর দল নির্বাচন পরিচালনায় খুব একটা সহযোগিতা করেনি। এর প্রভাব পড়েছে ভোটের বাক্সেও। তিনি বলেন, ‘টানা চারবার আমি এ আসন থেকে জাপার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। এবারের নির্বাচনে ২ হাজার ১৯৮ ভোট পেয়েছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭ হাজার ২৮৩ ভোট পেয়েছিলাম। এবার আমাদের দলীয় নেতৃত্ব ও নির্বাচন পরিচালনায় সমস্যা থাকায় গতবারের তুলনায় এবার প্রায় চার গুণ ভোট কম পেয়েছি।’

কেরানীগঞ্জের মডেল থানার সাতটি ইউনিয়ন, কামরাঙ্গীরচর থানার তিনটি ওয়ার্ড ও সাভারের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত আসনটিতে এবারও নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম। ৭ জানুয়ারির ভোটে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হজার ৪৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চিকিৎসক হাবিবুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬৩৫টি ভোট।

আসনটিতে বাকি প্রার্থীরা জামানত হারিয়েছেন। এর মধ্যে জাতীয় পার্টির শাকিল আহমেদ ছাড়াও আছেন ইসলামী ঐক্যজোটের (মিনার প্রতীক) প্রার্থী মাওলানা মোহাম্মদ আশরাফ আলী জিহাদী।