নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খেতের পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল চন্দ্র পাল (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নবী মেম্বারের বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হরলাল পূর্ব চরবাটা গ্রামের বাসিন্দা ছিলেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে হরলাল চন্দ্র পাল বাড়ির পাশের একটি খেতে কচুর লতি তুলতে যান। সে সময় বৃষ্টির পানিতে ডুবে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রতিবেশীরা খেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর দেওয়া হলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ লাইন বন্ধ করে দেয়।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, আগের দিন রাতে হালকা বাতাস ও বৃষ্টিতে বিদ্যুতের চালু লাইনের তার খেতের মধ্যে ছিঁড়ে পড়ে থাকলেও তা মেরামতে কেউ আসেননি। আগেও ছেঁড়া তারের বিষয়ে অভিযোগ জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
বিষয়টি নিয়ে জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আরব আলী শেখ প্রথম আলোকে বলেন, ‘ছেঁড়া তার পড়ে থাকার বিষয়ে কেউ অভিযোগ কেন্দ্রে জানায়নি। ফলে আমরা বিষয়টি জানতাম না। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই লাইন বন্ধ করে মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে।’