ময়মনসিংহে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

ধর্ষণ
প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযাগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি দল। আজ রাত সাড়ে তিনটার দিকে ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া যুবকের নাম সোহেল রানা (২৮)। তাঁর বাড়ি ফুলবাড়িয়া উপজেলায়।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল রানা প্রতিবেশী প্রবাসীর বাড়িতে যাওয়া–আসা করতেন। স্বামী প্রবাসে থাকায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন ওই নারী (৩৭)। বাড়িতে আসা–যাওয়ার সুবাদে ওই নারীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও ভয়ভীতি প্রদর্শন করতেন সোহেল রানা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জুন আনুমানিক রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখ চেপে ধরে তাঁকে বাড়ির পাশে লেবুবাগানে নিয়ে যান সোহেল রানা। সেখানে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত শুক্রবার ফুলবাড়িয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।

র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণে অভিযোগে করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।