Thank you for trying Sticky AMP!!

পাথরঘাটায় ৫০০ মণ নিষিদ্ধ হাঙরের শুঁটকি জব্দ

পাথরঘাটার নতুন বাজার খালসংলগ্ন একটি শুঁটকিপল্লি থেকে হাঙরের শুঁটকি জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। রোববার দুপুরে পাথরঘাটা কোস্টগার্ড কার্যালয়ে

বরগুনার পাথরঘাটা উপজেলায় ৫০০ মণ নিষিদ্ধ হাঙরের শুঁটকি জব্দ করা হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পাথরঘাটার নতুন বাজার খালসংলগ্ন একটি শুঁটকিপল্লি থেকে ওই নিষিদ্ধ হাঙরের শুঁটকি জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম মাসুদুর রহমান মোড়ল বলেন, পাথরঘাটার নতুন বাজার খালসংলগ্ন একটি শুঁটকিপল্লি থেকে প্রায় ৫০০ মণ নিষিদ্ধ হাঙরের শুঁটকি জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় ওই শুঁটকিপল্লিতে এ হাঙরের শুঁটকির সঙ্গে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেননি তাঁরা। তবে ওই শুঁটকিপল্লি থেকে জব্দ করা ৫০০ মণ নিষিদ্ধ হাঙরের শুঁটকি ডিজেল তেল দিয়ে নষ্ট করা হয়। নষ্ট করা ওই হাঙরের শুঁটকির বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। পরে ওই শুঁটকি পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে বন বিভাগের পাথরঘাটা বিট কর্মকর্তা মো. মহিবুর রহমান বলেন, বন বিভাগের কাছে হস্তান্তর করা হাঙরের শুঁটকি ডিজেল দিয়ে নষ্ট করে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।