অপহরণ
অপহরণ

কুমিল্লা থেকে অপহৃত শিশু জামালপুরে উদ্ধার

কুমিল্লার মনোহরগঞ্জ থেকে অপহৃত শিশু মোহাম্মদ রাসেলকে (৭) জামালপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজন হলেন নোয়াখালীর চাটখিল উপজেলার মোহনপুর গ্রামের প্রয়াত দুলাল হোসেনের ছেলে ইমরান হোসেন ওরফে পাখি (২৫) ও জামালপুর সদর উপজেলার প্রয়াত ইসমাইল হোসেনের ছেলে মো. সোহেল (৩৬)।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল উপজেলার আশিরপাড় এলাকার আন নূর মাদ্রাসার শিক্ষার্থী। ২১ জুন বেলা ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাঁকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ওই দিন সন্ধ্যায় রাসেলের মা বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অপহরণের অভিযোগে একটি মামলা করেন।

মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, মাদ্রাসার সিসিটিভির ফুটেজে রাসেলকে অপহরণ করে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। ২১ জুন বেলা ১১টায় এক অপহরণকারী খাবার কিনে দেওয়ার কথা বলে তাকে নিয়ে যায়। ওই ঘটনায় থানায় অপহরণের অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এরপর পুলিশের কয়েকটি দল ঘটনাটির তদন্তে নামে।

ওসি বিপুল চন্দ্র দে জানান, থানা-পুলিশের অভিযানে গত শনিবার রাতে জামালপুর সদর উপজেলার দিকপাইত এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। এ সময় মূল অভিযুক্ত ইমরান হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।