
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে (ক্যাম্প-২) মাটির দেয়াল চাপা পড়ে মোহাম্মদ আয়াছ (২২) নামের এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কুতুপালং আশ্রয়শিবিরের ডি-৩ পশ্চিম ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত আয়াছ একই আশ্রয়শিবিরের আবুল ফয়েজের ছেলে। এ সময় কামাল উদ্দিন (১২) নামের আরেক রোহিঙ্গা শিশু আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, আজ ভোর পাঁচটার দিকে আশ্রয়শিবিরের মাটির দেয়াল ধসে পড়ে মোহাম্মদ আয়াছ আহত হন। এ সময় আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় আয়াছকে আশ্রয়শিবিরের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়। কক্সবাজার হাসপাতাল নেওয়ার পথে আয়াছের মৃত্যু হয়েছে। আহত শিশু কামাল উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে পুরোপুরি আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকেরা।
কুতুপালং আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা জালাল আহমদ বলেন, নিহত রোহিঙ্গা তরুণ ও আহত শিশু সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এই আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছেন। আশ্রয়শিবিরে নিহত আয়াছের বোনের ঘর রয়েছে। ঘরটি মাটির দেয়ালের। কয়েক দিনের বৃষ্টিতে সম্ভবত দেয়ালটি ফাটল ধরেছিল। ঘরের একটি কক্ষে নিহত আয়াছসহ নতুন আসা কয়েকজন রোহিঙ্গা অবস্থান করছিলেন কিছুদিন ধরে। তাঁরা এখনো বায়োমেট্রিক নিবন্ধন কার্ড পাননি। সে ঘরের দেয়াল ধসে পড়ে এ ঘটনা ঘটে।